Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ফুলবাড়ীতে ডাকাতসহ ১২ জন গ্রেপ্তার


দৈনিক পরিবার | প্লাবন শুভ ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:৫৯ পিএম ফুলবাড়ীতে ডাকাতসহ ১২ জন গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অপারেশন ডেভিল হান্টের অভিযানে কুখ্যাত ডাকাত মোস্তাকিমসহ ১২জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়া গ্রামের আইন উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত মো. মোস্তাকিম (৪২)। ধৃত মোস্তাকিমের বিরুদ্ধে ইতোপূর্বে চুরি-ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। একই ইউনিয়নের বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৭), উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রমের আলাচাঁন মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৫), একই ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত কুমির উদ্দিন সরদারের ছেলে আমিনুল হক সরদার (৫৯), ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌড়ীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৯), একই গ্রামের লোকমান আলীর ছেলে পারভেজ (২৭), মোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম (৩০), মৃত সোলেমান মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪১), হাছান আলীর ছেলে ইউনুস আলী (৫৫), মৃত কামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম লাল বাবু (৫০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মৃত আজিজ উদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম ও একই উপজেলার আব্দুস সালামের ছেলে নুর আমিন (২০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুজিব্বুল বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতভর অপারেশন ডেভিল হান্টের অভিযানে কুখ্যাত ডাকাত মোস্তাকিমসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ডাকাত সদস্যের বিরুদ্ধে ইতোপূর্বে ১৪টি চুরি-ডাকাতি মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Side banner