Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
যুবক গ্রেপ্তার

ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ


দৈনিক পরিবার | মেহেদী হাসান ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১০:৪৭ পিএম ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে গার্মেন্টসকর্মীকে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গতকাল শুক্রবার রাতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দায় স্বীকার করেছেন।
মামলার এজাহারের বর্ণনার বরাতে ওসি জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি গার্মেন্টসের কর্মী। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশায় করে মুন্সিগঞ্জের বালুচরে স্বামীর কাছে ফিরছিলেন তিনি।
এসময় বালুচর এলাকার ডিসি প্রজেক্টের সামনে পৌছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধলেশ্বরী নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
ওসি জানান, গতকাল ২১ ফেব্রুয়ারি ওই নারী বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। পরে রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রাদের ওসমান গনির ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতে তোলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Side banner