ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের থেকে জরিমানা আদায়ের ঘটনায় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান।
আটককৃতরা হলেন ভুয়া ম্যাজিস্ট্রেট আফরান শুভ (২২), আনসার সদস্য মো. হারুনুর রশিদ (৪৩) ও গাড়িচালক মো. বাবুল। আফরান শুভ মনপুরা উপজেলা ও বাকি দুইজন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে।
প্রেস ব্রিফিংয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভোলার বোরহানউদ্দিন ভুয়া ম্যাজিস্ট্রেটকতৃক মোবাইল কোর্ট পরিচালনা-সংক্রান্ত পোস্ট দেখে পুলিশ সুপার (এসপি) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত ভুয়া ম্যাজিস্ট্রেট আফরান শুভসহ তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, জরিমানা আদায়ের রশিদ, বাজার মনিটরিংয়ের মনিটরিং রশিদসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মো. আসাদুজ্জামান সাংবাদিকদের আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া ভবিষ্যতে এরকম কোনো কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিক প্রশাসনকে অবগত করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :