Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

হত্যার ১ ঘন্টার মধ্যে পুলিশের হাতে আটক প্রধান আসামি


দৈনিক পরিবার | সেলিম রেজা ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:১৩ পিএম হত্যার ১ ঘন্টার মধ্যে পুলিশের হাতে আটক প্রধান আসামি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় বুলাকীপুর ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একই ইউনিয়নের সোনামুখি এলাকার মৃত কোরবান আলীর ছেলে মতিয়ার রহমান (৫০)। 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ঘন্টার মধ্যে প্রধান আসামি বাবুল আক্তার বাবুল চৌধুরীকে (৬৫) আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের আনোয়ার হোসেনের সাথে বাবুল চৌধুরীর বিরোধ চলছিল। এই দিন দুপুরে আনোয়ার হোসেন তাঁর শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন ওই জমিতে ধান রোপণ করতে যায়। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তাঁর তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দা দিয়ে মতিয়ার রহমানকে কোপাতে থাকে। এতে মতিয়ার রহমানের দুই পাঁয়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্ত ক্ষরণ হতে থাকে।
স্থানীয় লোকজন গুরুতর আহত মতিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুন হওয়ার এক ঘন্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।

Side banner