Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
৩ গরুসহ ৬ গরু চোর আটক

ধামরাই থেকে চুরি হওয়া গরু মানিকগঞ্জ থেকে উদ্ধার


দৈনিক পরিবার | ধামরাই প্রতিনিধি ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:৫৭ পিএম ধামরাই থেকে চুরি হওয়া গরু মানিকগঞ্জ থেকে উদ্ধার

ঢাকার ধামরাইয়ে গরু চুরির ঘটনায় ৩টি গরু সহ ৬ চোরকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। এসময় গরু বহনকারী একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উপজেলার  রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকা থেকে চুরি হওয়া গরু মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা বিন্না ডিংগী এলাক থেকে উদ্ধার করা হয়েছে। 
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। 
বুধবার (৪ ফেব্রুয়ারী) ভোর রাতে মানিকগন্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা বিন্না ডিংগী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মো. রতন রেজা (৩৯), মো. খোরশেদ আলম (৪২),  মো. মাসুদুল কবির রনি (২৬), মো. ছাত্তার (৫১), মো. জনি (২২) এবং মো. রুবেল (২৮)।
আসামীরা সকলেই সাভার পৌরসভার মজিদপুর এলাকার বাসিন্দা। 
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ সকালে মানিকগঞ্জের সিংগাইর থানার দক্ষিণ ধল্লা বিন্নাডিংগী  এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান ও ৩ টি গরুসহ ৬জন চোরকে আটক করা হয়। যার মূল্য প্রায় ২১ লক্ষ টাকা। এস আই ফারুক বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ৩ টি গরুসহ ৬ চোর, একটি পুরাতন ভাঙ্গা হিরো কোম্পানীর মোটর সাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-১১-১৬৬৫ যাহার গায়ে ১৬০ আর লেখা ও  একটি পুরাতন নীল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন মিনি পিকআপ আলামত হিসাবে জব্দ করা হয়েছে। আসামী ৬ জনকে গ্রেফতার দেখিয়ে আজ বুধবার (৪ জানুয়ারী) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Side banner