Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১

গ্রীনল্যান্ড নিয়ন্ত্রণে বদ্ধপরিকর ট্রাম্প, স্থানীয়রা কি চান?


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৭, ২০২৫, ১২:৪৪ পিএম গ্রীনল্যান্ড নিয়ন্ত্রণে বদ্ধপরিকর ট্রাম্প, স্থানীয়রা কি চান?

অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে হোক কিংবা সামরিক বল প্রয়োগ করে, গ্রীনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে গ্রীনল্যান্ডের প্রশাসন রাজি না হলেও, সেখানকার বেশিরভাগ মানুষ বলছেন, পুরোপুরি যুক্তরাষ্ট্রের অংশ না হয়ে শুধু ‘কৌশলগতভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক’ চান তারা। তবে এক্ষেত্রে ভিন্ন মতও রয়েছে অনেকের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করার ব্যাপারে গ্রীনল্যান্ডের বাসিন্দারা নানা মতে বিভক্ত হয়ে পড়েছেন। 
বেশিরভাগেরই মতামত, সামগ্রিক উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের জন্য সুবিধাজনক হবে। পুরোপুরি যুক্তরাষ্ট্রের অংশ না হয়ে শুধুমাত্র কৌশলগতভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চান তারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি মনে করি, আমাদের উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করা। এতে নতুন সুযোগ তৈরির মাধ্যমে দেশের উন্নতি হবে। 
আরেকজন বললেন, বাণিজ্য ও রফতানি খাতে আমরা অবশ্যই একসঙ্গে কাজ করতে পারি। পর্যটন খাতেও। এতে দেশে পর্যটকদের সংখ্যা বাড়বে। তবে এখন যা আছে, তার চেয়ে বেশি সামরিক কর্মকাণ্ড আমরা চাই না।
তবে কেউ কেউ গ্রীনল্যান্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের এই উৎসাহকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সহায়তা না নেয়াটাই দেশের জন্য মঙ্গলজনক হবে। 
তারা বলছেন, গ্রীনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত উৎসাহই প্রমাণ করে যে এতে আমাদের কোনো স্বার্থ নেই। মার্কিনিদের ওপর কোনো ধরনের নির্ভরতা আমাদের প্রয়োজন নেই। 
যদিও গ্রীনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে জানান, নিজস্ব শর্তসাপেক্ষে প্রতিরক্ষা ও খনি সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন তারা। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডরিকসন বুধবার ট্রাম্পের সঙ্গে ৪৫ মিনিট ধরে চলা এক ফোনালাপে বলেন, গ্রীনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে তা তারা নিজেরা সিদ্ধান্ত নেবে। 
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া যদি কোনো কারণে, কখনো যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ছোড়ার সিদ্ধান্ত নেয়, তবে গ্রীনল্যান্ডই তাদের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত পথ। যা গ্রীনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে।

Side banner