Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রতি বছর ৩ লাখ অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২১, ২০২৪, ০৯:০০ এএম প্রতি বছর ৩ লাখ অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা প্রদানের ঘোষণা দিয়েছে স্পেন। মঙ্গলবার দেশটির অভিবাসী বিষয়ক মন্ত্রী এলমা সেইজ রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিযেছেন।
সংবাদ সম্মেলনে এলমা সেইজ বলেন, আমাদের সামনে দু’টি বিকল্প রয়েছে। একটি মুক্ত ও উন্নত দেশ হিসেবে স্পেনকে বিশ্বের সামনে পরিচিত করা অথবা একে একটি বদ্ধ ও দরিদ্র দেশে পরিণত করা। আমরা প্রথম বিকল্পটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
“একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য আমাদের প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশে এখন যতসংখ্যক নথিবিহীন অভিবাসী রয়েছে, তাদেরকে পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পার্মিট প্রদানের। এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি বছর গড়ে ৩ লাখ অভিবাসীকে বৈধভাবে স্পেনে বসবাস ও কাজ করার সুযোগ দেওয়া হবে।”
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেচ এই বিশেষ প্রকল্পের নাম দিয়েছেন ‘সার্কুলার মাইগ্রেশন’। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নিম্ন জন্মহার এবং বয়স্ক লোকজনের অবসর গ্রহণের জেরে অর্থনীতির বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এলমা সেইজ জানান, যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন, বৈধতা প্রদানের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রসঙ্গত, ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি, সেসবের মধ্যে স্পেন অন্যতম। প্রতিদিন বিমান, স্থলপথ ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসন প্রত্যাশী ঢুকছেন স্পেনে। এ তালিকায় স্পেনের পাশে রয়েছে যুক্তরাজ্য এবং ইতালিও।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২৪ সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত ২৫ হাজার নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে ১৯ হাজারেরও বেশি এসেছেন সাগর পাড়ি দিয়ে।
যুক্তরাজ্য ও ইতালি ইতোমধ্যে নথিবিহীন অভিবাসীদের তৃতীয় দেশে স্থানন্তরের জন্য চুক্তি করলেও স্পেন সে পথে হাঁটেনি। তবে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ দেশটির সাধারণ জনগণ কীভাবে নেবেন— তা বলা মুশকিল।
কারণ গত অক্টোবরে স্পেনের দৈনিক এল পাইস এবং বেতার সংবাদমাধ্যম কাদেনা সের রেডিও দেশজুড়ে একটি জরিপ চালিয়েছিল। সেই জরিপে অংশগ্রহণকারীদের ৫৭ শতাংশ জানিয়েছিলেন যে স্পেনে অভিবাসীদের সংখ্যা ‘অতিমাত্রায় বেশি’; আর ৭৫ শতাংশ অভিবাসীদের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন।
সূত্র : রয়টার্স, আরটি

Side banner