Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১১, ২০২৪, ০৯:৫২ পিএম পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ

অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তিসূচক প্রকাশ করে। শান্তিপূর্ণ দেশ নির্ধারণে নানা বিষয় বিবেচনায় নিয়ে থাকে প্রতিষ্ঠানটি। 
প্রধান তিনটি বিষয় হলো সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ। পৃথিবীজুড়ে যুদ্ধ-সংঘাত, ক্ষুধা-দারিদ্র্য, নির্যাতন-নিপীড়ন আর মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও কিছু দেশের নাগরিকরা তুলনামূলক শান্তিতে বসবাস করছেন।
ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ হলো ১. আইসল্যান্ড (ইউরোপ), ২. আয়ারল্যান্ড (ইউরোপ), ৩. অস্ট্রিয়া (ইউরোপ), ৪. নিউজিল্যান্ড (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল), ৫. সিঙ্গাপুর (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল), ৬. সুইজারল্যান্ড (ইউরোপ), ৭. পর্তুগাল (ইউরোপ), ৮. ডেনমার্ক (ইউরোপ), ৯. স্লোভেনিয়া (ইউরোপ), ১০. মালয়েশিয়া (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)।
সূত্র: ফোর্বস ইন্ডিয়া

Side banner