Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন: ল্যাভরভ


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৮, ২০২৫, ১০:৫২ এএম ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন: ল্যাভরভ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল (আরআইএসি) আয়োজিত ‘রাশিয়া এবং ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডার দিকে’ শীর্ষক সম্মেলনে দেওয়া ভিডিও ভাষণে ল্যাভরভ এ কথা জানান।
তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সরকার প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বর্তমানে ভারতে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সফরের প্রস্তুতি চলছে।
ল্যাভরভ উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর পুনর্র্নিবাচিত হওয়ার পর রাশিয়ায় প্রথম বিদেশ সফর করেছিলেন। এখন আমাদের পালা।

Side banner