১৯৭২ সালে স্বাক্ষরিত জৈব অস্ত্র কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালে। বিশ্বের ১৮৮টি দেশ এ চুক্তিতে সই করেছে। জৈব অস্ত্র কনভেনশনের (বিডব্লিউসি) বাইরে থাকা নয় দেশকে দ্রুত এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এক্স পোস্টে দেয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। পোস্টে মহাসচিব বলেন, আমি নয় দেশের সরকারকে আহ্বান জানাই, যারা এখনো এই কনভেনশনে যোগ দেয়নি, তারা যেন আর দেরি না করে যুক্ত হয়। আসুন, একসঙ্গে জৈব অস্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, জৈব প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে জৈব অস্ত্রের ঝুঁকি বাড়ছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই এই চুক্তিতে সর্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
১৯৭২ সালে স্বাক্ষরিত এ চুক্তি ১৯৭৫ সালে কার্যকর হয়। অর্থাৎ চুক্তি কার্যকরের ৫০ বছর পূর্ণ হচ্ছে এবার। বিশ্বের ১৮৮টি দেশ এই চুক্তিতে সই করেছে। এখনো চুক্তিতে স্বাক্ষর বা অনুমোদন দেয়নি মিশর, হাইতি, সোমালিয়া, সিরিয়া, চাদ, জিবুতি, ইরিত্রিয়া, ইসরায়েল ও কিরিবাতি।
এর মধ্যে চারটি দেশ স্বাক্ষর করলেও তা অনুমোদন করেনি, আর পাঁচটি দেশ এখনও চুক্তিতে যোগই দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে কোমোরোস (ফেব্রুয়ারি ২০২৫) ও মাইক্রোনেশিয়া (জুলাই ২০২৪) যোগ দেয়ায় চুক্তির বাইরের দেশের সংখ্যা কমে নয়টিতে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :