Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কঙ্গোতে নৌকাডুবে নিহত ২৫, নিখোঁজ কয়েকজন


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১১, ২০২৫, ১১:৫৯ এএম কঙ্গোতে নৌকাডুবে নিহত ২৫, নিখোঁজ কয়েকজন

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকাডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ।
সোমবার (১০ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু রাতে এক প্রতিবেদনে জানায়, কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে নৌকাটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাতে মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায়।
প্রাথমিকভাবে এই ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। তবে, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। 
উল্লেখ্য, এই অঞ্চলে নৌকা দুর্ঘটনা প্রায়শই ঘটে। গত বছরের ডিসেম্বরে মাই-নডোম্বের কাছে ইনোঙ্গো শহরে যাওয়ার পথে একটি নৌকা ডুবে গিয়েছিল।

Side banner