Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ক্যাপিটল হিলের দাঙ্গায় ১৬শত জনকে মুক্তি দিল ট্রাম্প


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২১, ২০২৫, ১০:২৫ এএম ক্যাপিটল হিলের দাঙ্গায় ১৬শত জনকে মুক্তি দিল ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার সঙ্গে সম্পর্কিত প্রায় ১,৬০০ জনকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। 
ন্যান্সি পেলোসি, যিনি দাঙ্গার সময় ডেমোক্র্যাটিক হাউস স্পিকার ছিলেন, এই ক্ষমাগুলিকে ‘অসাধারণ অবমাননা’ বলে অভিহিত করেছেন তিনি।
ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে বলেছেন, আমেরিকার সোনালী যুগ এখনই শুরু হচ্ছে এবং শান্তি প্রতিষ্ঠাতা এবং ঐক্য সৃষ্টিকারী।
ডোনাল্ড ট্রাম্প যখন ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দেন, তখনই তিনি ঘোষণা করেন- ওভাল হাউসে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন। সেসময় উপস্থিত জনতার মধ্য থেকে আনন্দধ্বনি শোনা যায়। 
ক্যাপিটল হিল আক্রমণের জন্য জেলবন্দি ব্যক্তিদেরকে ডোনাল্ড ট্রাম্প ‘রাজনৈতিক বন্দি’ হিসাবে চিহ্নিত করেছেন এবং তিনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। কংগ্রেসের যৌথ ওই অধিবেশনে সেদিন জো বাইডেনকে আনুষ্ঠানিক ভাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল। একপর্যায়ে ক্যাপিটল ভবনের নিরাপত্তা ব্যারিকেড ও মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। হামলাকারীরা ভেতরে ঢুকে সিনেট হলে রীতিমতো তাণ্ডব চালায় তারা।
সূত্র: বিবিসি।

Side banner