Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভোগান্তিতে রোগীরা


দৈনিক পরিবার | আরিফ তৌহীদ জানুয়ারি ১২, ২০২৫, ০৩:২৪ পিএম পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভোগান্তিতে রোগীরা

বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবা নেয়ার একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন গড়ে প্রায় ২থেকে ৩ শতাধিক মানুষ চিকিৎসা নিতে আসে এখানে। অথচ অপ্রিয় হলেও সত্য দীর্ঘদিন ধরেই চরম চিকিৎসক সংকটে ভুগছে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। যার ফলে বিড়ম্বনায় পড়ছে দূরদুরান্ত থেকে আসা সেবাগ্রহীতাদের।
স্বাস্থ্য কমপ্লেক্সের নথিপত্রে ৮ জন ডাক্তারের পদ থাকলেও  চিকিৎসা দিচ্ছেন মাত্র দুজন ডাক্তার। সেবা নিতে আসা রোগীদের অভিযোগ লম্বা লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ডাক্তারের সাক্ষাৎ পাওয়া যায়। এছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক যন্ত্রাংশই পরে রয়েছে অকেজ অবস্থায়। এমন পরিস্থিতিতেও সেবা কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসাইন।
চিকিৎসক সংকটের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা উপর মহলে জানিয়েছি, অচিরেই এর সমাধান হবে আশা করছি। উপকূল সুরক্ষা আন্দোলনের এর উপজেলা সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, আমরা চিকিৎসক সংকট নিরসনে অনেক আন্দোলন করেছি কিন্তু কোন ফল পাইনি। উপকূলীয় এলাকা হওয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে অতিদ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানাচ্ছি।

Side banner