Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় অর্থদণ্ড


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ৫, ২০২৫, ০৮:১৪ পিএম দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় অর্থদণ্ড

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অভিযোগে ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। রবিবার (৫ জানুয়ারী) সকালে রাজশাহী ঔষধ প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর বাজারে মেডিকেল মোড়ে অভিযান পরিচালনা করা হয়।
ঔষুধ ও কচমেটিম আইন ২০২৩ এর ৪০ (খ) গ ঘ লংঘন তথা নিষিদ্ধ ঔষুধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রয় করায় ৫৪ ধারায় চারটি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা অর্থদÐ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। 
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের পক্ষে রাজশাহী দপ্তরের তত্ত¡াবধায়ক শরিফুল ইসলাম। বাজারের মেডিকেল মোড়ে শেলী ফার্মেসী ৩ হাজার, বিসমিল্লাহ ফার্মেসি ৩ হাজার, নিয়ন ফার্মেসী ৩ হাজার প্রফেসর ফার্মেসী- ২ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়। 
অভিযানের নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার ভূমি, ফার্মেসী চারটিতে ১১ হাজার টাকার অর্থদণ্ড দেন। ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা মারাত্মক ঝুঁকি বয়ে আনে বলে কয়েকজন ঔষধ ক্রেতা দাবি করেছেন।
তারা জানান, দীর্ঘ দিন ধরে উপজেলার বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ক্রয়-বিক্রয় হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী বলেন, দোকানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ঔষধ পাওয়া গেছে। যা কোনো ভাবে গ্রহণযোগ্য নয়। এই অভিযানের মাধ্যমে তাদের সর্তক হওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে। ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থদণ্ড করা হয়েছে।

Side banner