ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দরিদ্র অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকাল ৯ টায় বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম।
মেডিকেল ক্যাম্পে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ চৌধুরী সামছুল হক কিবরিয়া পাভেল এর তত্ত্বাবধানে অভিজ্ঞ বিশেষজ্ঞ মা ও শিশু, মেডিসিন, চর্মরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং পেইনের চিকিৎসা প্রদান করেন। ডাক্তারগণ হলেন ডা. ফারজানা সিদ্দিকী, ডা. হামিদ মোমেন চৌধুরী, ডা. নুরোজ। সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আশিকুর রহমান চৌধুরী পনির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ ব্যাংকের জেলারেল ম্যানেজার ও চীফ মেডিকেল অফিসার (অবসরপ্রাপ্ত) ডা. কাজী মো. হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :