মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাগরিকদের সহজলভ্য ভাবে স্বাস্থ্যসেবা অধিকার প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের ৩য় দিন/শেষ দিন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ ওরিয়েন্টেশন কর্মশালাটি ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ বিভিন্ন বিনোদন ও মত প্রকাশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নাগরিকের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং সেবা গ্রহীতাদের আগ্রহী ও সংখ্যা বৃদ্ধি করা।
এসময় প্রশিক্ষক ছিলেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম ডিরেক্টর সৈয়দ রোকন উদ্দিন আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সচিব ও প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা কমিটির নির্বাহী পরিচালক কে এম তারিকুল ইসলাম, ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার গৌতম সান্যাল, বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল।
আর উপস্থিত ছিলেন প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল কাইয়ুম, আসফিয়া আজমি চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার মো. নাজমুল হোসেন, মনিটরিং কর্মকর্তা তামান্না হান্নান, প্রধান হিসাবরক্ষক মিঠু সরকার, প্রোগ্রাম সাপোর্ট স্টাফ শাহরিয়া হালিম, বিক্রমপুর চিত্রের উপসম্পাদক শাজাহান মিয়া, কম্পিউটার অপারেটর কবিতা আফরোজ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার প্রতিনিধি জুয়েল রানা, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি জাবেদুর রহমান যুবায়ের, গণমুক্তি পত্রিকা প্রতিনিধি আলী আহাম্মদ চৌধুরী, বাংলাদেশ কন্ঠ হাবিব হাসান, ভোরের সময় পত্রিকার আরিফুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :