বরগুনার পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ জনবল নিয়োগের এবং মানসম্মত চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় পাথরঘাটা বাজারের গোল চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক জনাব মির্জা এস.আই খালেদ, সমাজসেবক ইরফান হোসেন সোয়েন, মেহেদি সিকদার, ব্যবসায়ী ইসমাইল হোসেন শিকদার, ইঞ্জিনিয়ার এইচ.এম হাসিবুল্লাহ, সাংবাদিক নাজমুল হুদা, শহিদুল ইসলাম খোকন, সোহেল মল্লিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের জনগণ।
মির্জা এস.আই খালেদ তার বক্তব্যে বলেন, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সমস্যা, টয়লেট সমস্যা সহ বহুবিধে সমস্যা রয়েছে। প্রধান সমস্যা হচ্ছে ডাক্তারই নেই। প্রায় ২ লক্ষ মানুষের জন্য একজন ডাক্তার রয়েছেন। পাথরঘাটা থেকে বরিশালের দূরত্ব ১২০ কিলোমিটার ইমারজেন্সি কোন রোগীকে বরিশাল হাসপাতালে নিয়ে পৌছার আগেই তার মৃত্যু হয় । তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনাদের লজ্জা হওয়া উচিত কেননা আমরা দীর্ঘদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আছি, এ বিষয়ে আপনারা কোন পদক্ষেপ নিচ্ছেন না। দীর্ঘদিন যাবত কোন সাংসদ নেই তাই কোন কমিটি নেই , উপজেলা প্রশাসন দিয়ে কমিটি করে দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করুন।
ইরফান হোসেন সোয়েন তার বক্তব্যে দুঃখের সাথে বলেন, স্বাধীনতার এই ৫৩ বছর পরেও আমরা চিকিৎসা সেবা পাওয়ার জন্য মানববন্ধন করছি, এই স্বাধীন দেশে চিকিৎসাহীনতায় আমরা কাউকে মরতে দিতে পারি না । আপনারা খুব দ্রুত ব্যবস্থা নিন এবং পাথর এটা বাসিকে মানসম্মত চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করে দিন।
মেহেদী শিকদার তার বক্তব্যে আটটি দাবির কথা উল্লেখ করেন।
১/ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল
২/ যতজন ডাক্তার হাসপাতালে থাকার কথা ততজনকেই থাকতে হবে
৩/ পর্যাপ্ত নার্স ও ক্লিনার দিতে হবে
৪/ কোন কম্পাউন্ডার আউটডোরের রোগীর চিকিৎসা দিতে পারবেন না
৫/ হাসপাতালের ওটি চালু করতে হবে
৬/ কমপক্ষে দুটি সরকারি এম্বুলেন্স থাকতে হবে
৭/ সামান্য কোন বিষয় বরিশালে রেফার করা যাবে না
৮/ হাসপাতাল নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
আপনার মতামত লিখুন :