মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার খোঁচাবাড়ী বাজার এলাকায় আশা এর খোঁচাবাড়ী হাট ব্রাঞ্চের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বেসরকারী সংস্থা আশা ঠাকুরগাঁও সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার আনারুল কাদির।
এছাড়াও আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার ঘণেশ্বর রায়, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল ওহাব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ক্যাম্পে রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন বিষয় সুবিধাবঞ্চিত ব্যক্তিদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :