Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে চক্ষু সেবা 


দৈনিক পরিবার | রফিকুল ইসলাম ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:৩০ পিএম কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে চক্ষু সেবা 

কুড়িগ্রাম জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সাইট সেভার্স এর সহযোগিতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 
অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ ডিসেম্বর ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সরকারি শিশু পরিবার কুড়িগ্রাম প্রাঙ্গণে কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 
ক্যাম্পে আগত ১৫০ জন চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ৭০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ৪০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ এবং ২০  জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানী অপারেশন ও দুইজন চক্ষু রোগীর বিনামূল্যে নালী অপারেশন করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হাসান সিদ্দিক, প্রোগ্রাম কো অর্ডিনেটর হাসিমুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর অরবিন্দু রায়, সিনিয়র রিফ্রাকশনিস্ট প্রহেলিকা, সিনিয়র অর্গানাইজার এনামুল হক ও প্যাথলজিস্ট আরিফ প্রমুখ।

Side banner