নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান।
তিনি জানান, উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় অবস্থিত বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। সোমবার বিকালে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্তৃপক্ষের অনুমোদনকৃত লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে রাজ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ইনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম নিরসনে সবাইকে সতর্ক করা হয়েছে।
অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতাউর রহমান ও রাণীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :