বগুড়ার ধুনটে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল ১ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ৫টি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শকগণ ও আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথিরা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক বিষয় তুলে ধরে আলোচনা করেন।
পরিশেষে দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :