Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মাগুরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত


দৈনিক পরিবার | আহম্মদ আলী নভেম্বর ১৪, ২০২৪, ০৩:১৫ পিএম মাগুরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন’-এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মাগুরা জেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় মাগুরা ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান, মোঃ কলিমুল্লাহ, ডাঃ মোঃ শামীম কবির, ডাঃ মোঃ মহসিন উদ্দিন।
মুখ্য বক্তা ছিলেন ডাঃ মোঃ মেহেদী হাসান কনসাল্টেন্ট (মেডিসিন)।
সভায় বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনো অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনী জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন শারিরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
দিবসটি উপলক্ষে মাগুরা ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি শুরু করেছে। জেলা প্রশাসক এ কর্মসূচি উদ্বোধন করেন।

Side banner

স্বাস্থ্য বিভাগের আরো খবর