Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে

ঝালকাঠিতে কন্যা শিশুদের জন্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন


দৈনিক পরিবার | মশিউর রহমান রাসেল নভেম্বর ৬, ২০২৪, ০৬:২৫ পিএম ঝালকাঠিতে কন্যা শিশুদের জন্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

ঝালকাঠি জেলায় জরায়ু মুখের ক্যান্সার প্রতিরােধ কন্যা শিশুদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ৫ নভেম্বর পর্যন্ত জেলার ৪টি উপজেলায় ৭৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৩৬৬জনকে টিকা প্রদান করা হয়েছে। 
ঝালকাঠি জেলায় স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম ও সমমানের শ্রেণির ছাত্রীদের ৩১ হাজার ৩৬১জনকে স্কুল বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী আরও ১ হাজার ৯১জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। 
গত ২৪ অক্টােবর থেকে শুরু হওয়া এইচপিভি ক্যাম্পেইন আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। ঝালকাঠি জেলায় ই কার্যক্রম প্রায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। তবে নতুন এ ধরনের মূল্যবান টিকা প্রদানের ক্ষেত্রে সামাজিক ও পারিবারিক পর্যায়ও কিছু বাঁধা আসলেও বাঁধা প্রদানকারীদের বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে এ বাঁধা অতিক্রম করতে হচ্ছে। এ টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে নতুন হওয়ায় কেউ কেউ ভীতি ও শারিরীক উপসর্গের কারণে টিকা গ্রহণকারীদের মধ্যে ৮জন সাময়িকভাবে অসুস্থ হয়েছিল।
গত ২৪ অক্টোবর ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ঝালকাঠি কালেক্টরেট স্কুলে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঝালকাঠি সদর উপজেলায় ৬ হাজার ৬২৮জন টিকা প্রদানের লক্ষ্যমাত্রার মধ্যে ২১০টি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে ৪হাজার ৫৪৭জন কন্যা শিশুকে টিকা প্রদান করা হয়েছে। 
নলছিটি উপজেলায় ৮ হাজার ৯৭৫জন টিকা প্রদানের লক্ষ্যমাত্রার মধ্যে ২৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে ৫হাজার ৯৬৯জন কন্যা শিশুকে টিকা প্রদান করা হয়েছে।  
রাজাপুর উপজেলায় ৬ হাজার ৪৫৯জন টিকা প্রদানের লক্ষ্যমাত্রার মধ্যে ১৩২টি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে ৪ হাজার ৩৮৬জন কন্যা শিশুকে টিকা প্রদান করা হয়েছে। 
কাঠালিয়া উপজেলায় ৬ হাজার ৪৫৯জন টিকা প্রদানের লক্ষ্যমাত্রার মধ্যে ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে ২ হাজার ৪৯৫ জন কন্যা শিশুকে টিকা প্রদান করা হয়েছে। 
ঝালকাঠি পৌরসভায় ৩ হাজার ৫৮৫ জন টিকা প্রদানের লক্ষ্যমাত্রার মধ্যে ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে ২ হাজার ৯৩২জন কন্যা শিশুক টিকা প্রদান করা হয়েছে।  এপর্যায়ে ১০হাজার ৩৯১টি টিকার ভায়েল ব্যবহার করা হয়েছে।

Side banner