ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতনতা করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে লাল সবুজ সংঘ।
শনিবার (২ নভেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট লাগিয়ে দেয়। একই সাথে তারা অনলাইনে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে, ডেঙ্গুর পরিবর্তিত ভ্যারিয়েন্ট, ধরন, লক্ষ্মণ, প্রতিরোধের উপায় এসব নিয়ে সাধারণ জনগণ কে সচেতন করছেন।
এ কার্যক্রম নিয়ে জাবি শিক্ষার্থী লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন,''ডেঙ্গু প্রকোপ বেড়েই চলছে, কয়েক মাসে প্রায় ৩০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং ১৬ হাজার রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন' এর অনলাইনে সচেতনতা তৈরি, লিফলেট লাগানোর পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা ভিডিয়োগ্রাফি তৈরির মাধ্যমে জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির প্রচেষ্টা চালাবেন।"
আপনার মতামত লিখুন :