‘‘হাতের নাগালে কম খরচে উন্নত চিকিৎসা'' এই স্লোগান ধরে নাসিরনগর আধুনিক মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন লিমিটেড শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (৫ অক্টোবর) সকাল ৯ টায় নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার ইমরানুল হক ভূইয়া শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগী দেখেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।
পরবর্তীতে দুপুর ২ টার দিকে আধুনিক হাসপাতাল কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব:) মফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ ইসরার কামাল, ডাক্তার রোকন উদ্দিন আহমেদ, ডাক্তার শামছুল হক কিবরিয়া চৌধুরী (পাভেল), ডাক্তার পান্না বনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাফিজ উদ্দিন ভূইয়া, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ সহ আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ, চিকিৎসক বৃন্দ, সুশীল সমাজ ও আধুনিক হাসপাতাল পরিবার পরিচালনা পরিষদ।
আপনার মতামত লিখুন :