চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আমিন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আঃ হামিদ, আর এম ও ইসমাইল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুসরাত খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম প্রমুখ।
সভায় হাসপাতালের নানাবিধ সমস্যা তুলে ধরা হয়। স্থানীয় এমপি সমস্যাগুলো দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন।
আপনার মতামত লিখুন :