নওগাঁর পোরশায় পল্লী চিকিৎসক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৬ জুন) সারাইগাছিতে পল্লী চিকিৎসক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক মোঃ আনারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিটরী ম্যানেজার মোহাম্মদ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এস এম মোহাম্মদ আহসান হাবীব।
অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী চিকিৎসকদের বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করেন এবং ঔষধের গুণাগুণ, পার্শ্ব প্রতিক্রিয়া ও মাত্রা প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় পল্লী চিকিৎসকদের কুপন ড্র করা হয়।
রাফেল ড্র তে দুইজন চিকিৎসক বিজয়ী হন একজন মো. আমিনুল ইসলাম অপরজন মন্টু কুমার। পরিশেষে কিছু আপ্যায়নের মধ্য দিয়ে সভাপতি সাহেব সমাপ্তি ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :