Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্বস্বাস্থ্য দিবস ২০২৫ উদ্যাপন


দৈনিক পরিবার | রফিকুল ইসলাম এপ্রিল ৮, ২০২৫, ০৮:৫৭ পিএম কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্বস্বাস্থ্য দিবস ২০২৫ উদ্যাপন

“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানাা আয়োজনে বিশ্ব স্বাস্থ্যদিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সাইট সেভার্সের অর্থায়নে জেলা একীভুত চক্ষুসেবা কর্মসুচির আওতায় এবং উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় ৭ এপ্রিল সোমবার সকালে বিশ্বস্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় হতে সকালে বিশ্বস্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয় কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম. গোলাম মোহাইমেন, এসআইএনও- ডব্লিউএইচও ডাঃ মোঃ আতিকুর রহমান, এমও ডাঃ এসএম গোলাম রব্বানি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোস্তাফিজার রহমান, প্রধান সহকারী মোঃ সফিয়ার রহমান, পরিসংখ্যান বিদ মোঃ হান্নান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের এজিএম এমএএন ফাইজুর রহমান, সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। 
উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় সাইট সেভার্সের অর্থায়নে জেলা একীভুত চক্ষুসেবা কর্মসুচির আওতায় এবং উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে ৭ এপ্রিল সোমবার সকালে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে উলিপুরের হ্যালিপ্যাড এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন- উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের এজিএম এমএএন ফাইজুর রহমান, সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী, এএফএডি’র ফিল্ড সুপারভাইজার মোছাঃ সাদিয়া আনছারি, ফিল্ড অফিসার শাহ জালাল ইসলাম, শাহানারা আক্তার, উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ বিপ্লব মিয়া, সহসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিনিধিসহ দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং ক্যাম্পে আগত চক্ষু রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আহমেদ।
বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পে আগত ১৫০জন চক্ষু রোগীর চক্ষু পরিক্ষা করে ৮০জন চক্ষু রোগীর মাঝে ঔষধ, ৫০জন চক্ষু রোগীর মাঝে চশমা, ১৫জন চক্ষু রোগীর ছানি অপারেশন ও ৩জন চক্ষু রোগীর নালি অপারেশন সেবা প্রদান করা হয়।

Side banner