Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

কমলার অবাক করা ১০ গুণ!


দৈনিক পরিবার | স্বাস্থ্য ডেস্ক জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:৪০ পিএম কমলার অবাক করা ১০ গুণ!

রসালো ফল কমলা লেবুর স্বাদ মিষ্টি বা টক, দুই ধরনেরই হয়ে থাকে। স্বাদে অনন্য ভিটামিন সি-তে ভরপুর এ ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। উপকারী এ ফলে লুকিয়ে রয়েছে অবাক করা কিছু গুণ। তাই সুস্থতা নিশ্চিতে খাবার তালিকায় নিয়মিত রাখতে পারেন গোলাকার এ ফলকে।
বিশেষজ্ঞরা বলছেন, সুপারফুড হিসেবে বিবেচিত কমলা। এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্টস, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরালের মতো জাদুকরী গুণ। এ ছাড়াও কমলায় বেশ কিছু প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন রয়েছে যা শরীরের জন্য প্রয়োজনীয়।
নিয়মিত কমলা খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে। আসুন এক নজরে দেখে নিই, কমলার কিছু গুণের কথা- 
১। ঋতু পরিবর্তনের কারণে শরীরে যেসব রোগ আক্রমণ করে তার বিরুদ্ধে প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে তোলে কমলা।
২।  ফ্লু, জ্বর, কাশি, ঠান্ডা, সর্দির মতো রোগ প্রতিরোধে সহায়তা করে।
৩। শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দিতে দারুণ কার্যকরী কমলা।
৪। কমলা ফ্রি র‌্যাডিকেল ক্ষতি প্রতিরোধ করে।
৫। কমলায় থাকা লিমোনিন উপাদান মুখ, ত্বক, ফুসফুস, স্তন এবং পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।
৬। কমলা শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ক্ষমতা রাখে।
৭। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এবং ব্রণ প্রতিরোধে কাজ করে। 
৮। কমলায় থাকা ফ্লেভনয়েডস মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।
৯। কমলা চোখের স্বাস্থ্য ভালো রাখে।
১০। হৃদযন্ত্র ভালো রাখতেও কার্যকরী কমলা।

Side banner