দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত অত্র উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী রোগীরা।
অনুসন্ধানে জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ৯টি ইউনিয়নে ১ লক্ষ ৭৯ হাজার ৯শত ৪৩ জন মুসলিম, ১৪ হাজার ৩শক ৯৯ জন (সনাতন) হিন্দু, ৩হাজার ২শত ৮জন বৌদ্ধ, ৩শত ১৫জন খৃষ্টান ও ৬ হাজার ৪শত ৫৬ জন অন্যান্য সম্প্রদায় রয়েছে। ৯৭ হাজার ৮শত ৩৩ জন পুরুষ, ৯৬ হাজরা ২শত ৩৮জন নারী ও ৪ জন (তৃতীয় লিঙ্গ) হিজরাসহ সর্বমোট ১লক্ষ ৯৪ হাজার ৭৫ জন জনসংখ্যার অত্র উপজেলাটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিই চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল।
সরেজমিনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে কেমন অগোছালো অবস্থায় দেখা গিয়েছে। বহিঃবিভাগে রোগীদের সারি বেশ রম্ভামত। অন্ত বিভাগে ডাইরিয়া রোগিসহ বেশ কজন। এ সময় চিকিৎসক সংকট নিয়ে বহিঃবিভাগে আগত রোগিদের চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন মন্তব্যের কথা শুনা যায়।
এ বিষয়ে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসনাত রবিন জানান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৩১শয্যার। অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে ডাঃ স .মু .আল আফ মুকসিত ও ডাঃ জান্নাতুল ফেরদৌস সহ ২জন চিকিৎসক রয়েছেন। তাঁদের মধ্যেই ডাঃ স .মু .আল আফ মুকসিত আরএমও হিসেবে দায়িত্ব পালন করছেন।
বহিঃবিভাগের প্রতিদিন ৩শত ৫০ জন থেকে ৪শতজন রোগীর উপস্থিতি হয়।
তিনি আরো জানান, নার্স ২৫ জন, মিড ওয়াইফ ৭ জনের স্থলে ৬জন, পরিচ্ছন্নতা কারী ৫ জনের স্থলে ২ জন ও নিরাপত্তা প্রহরী ২ জনের মধ্যে একজনও নেই বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স .মু .আল আফ মুকসিত এঁর নিকট জানতে চাইলে তিনি জানান, অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে আসা প্রসূতি নারীদের খুব পরিচর্যার সাথে তাদের প্রসূতি হয়ে আসছে। গত ২৪ সালে আমরা ৩শত ৭৮ জন প্রসূতি নারীর নরমাল ডেলীভারি করিয়েছি।
চিকিৎসক অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ। চিকিৎসা সেবা সুনিচ্ছিত করতে দ্রুত চিকিৎসক নিয়োগের জোর দাবী করেছেন এলাকাবাসী। সেই সাথে সাস্থ্যসন্মত পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতাকারীর যোগদান করণসহ নিরাপত্তা প্রহরীর যোগদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তর সকল প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :