Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

খাঁচায় বন্দি শবনম বুবলী


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:৩৯ এএম খাঁচায় বন্দি শবনম বুবলী

বছরের শুরুতেই নতুন সিনেমার পোস্টার নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। প্রকাশ পেয়েছে অভিনেত্রীর  ‘পিনিক’ সিনেমার প্রথম পোস্টার। শনিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুকে ‘পিনিক’-এর পোস্টার শেয়ার করেছেন বুবলী। পোস্টারে তাকে দেখা গেছে ভিন্ন এক লুকে। 
স্কার্ফ দিয়ে আবৃত মাথা, চোখে রোদ চশমা, আর মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে, যা রহস্যময় আবহ তৈরি করেছে।
পিনিকে’ বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
এই সিনেমায় আরও অভিনয় করছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।
সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহ প্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Side banner