Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা আদভানি 


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক জানুয়ারি ১২, ২০২৫, ০১:০৪ পিএম ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা আদভানি 

প্রায় এক দশকের ক্যারিয়ারে কিয়ারা আদভানি অভিনীত বেশির ভাগ হিন্দি সিনেমাই হিট। ২০২২ ও ২০২৩ সালটা তিনি কাটিয়েছিলেন স্বপ্নের মতো। সেই দুই বছর কিয়ারা অভিনীত 'ভুল ভুলাইয়া ২' ও 'সত্যপ্রেম কী কথা' হিট হয়েছিল। এরপরই বিরতি।
গত বছর কিয়ারার ছবি মুক্তি পায়নি। প্রায় দেড় বছর পর আজ বড় পর্দায় ফিরছেন তিনি। তবে ফিরেই একটা বড় ধাক্কা খেলেন। হিন্দি নয়, কিয়ারার প্রত্যাবর্তন হলো তেলেগু সিনেমা দিয়ে।এস শঙ্কর পরিচালিত সিনেমা 'গেম চেঞ্জার' মুক্তি পেয়েছে গতকাল। অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণি তারকা রাম চরণ। তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির পরই 'গেম চেঞ্জার' ছবিটি অনলাইনে ফাঁস হয়েছে। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে। এ বিষয়ে ছবিটির প্রযোজনা সংস্থার বক্তব্য অবশ্য পাওয়া যায়নি। ভারতে মুক্তির পরপরই ছবিটির পাইরেটেড কপি অনলাইনে ছড়িয়ে পড়া অবশ্য নতুন ঘটনা নয়।
গত মাসেও সুকুমারের বহুল চর্চিত সিনেমা 'পুষ্পা ২' অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তবে তাতে অবশ্য ব্যবসার তেমন ক্ষতি হয়নি। 'গেম চেঞ্জার' কেমন করে, সেটাই এখন দেখার বিষয়।
জানা যায়, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির জন্য রাম চরণ ৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। শুরুতে এ ছবিতে রাশমিকা মান্দানার অভিনয় করার কথা ছিল। পরে নায়িকা চরিত্রে কিয়ারা চূড়ান্ত হন। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা 'বিনয়া বিদ্যা রামা' ছবিতে জুটি হয়েছিলেন কিয়ারা ও রাম চরণ।

Side banner