Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রিচি সোলায়মানের নতুন যাত্রা


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৪৮ এএম রিচি সোলায়মানের নতুন যাত্রা

দেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। এক সময়ের দাপুটে এই অভিনেত্রীকে এখন আর খুব একটা পাওয়া যায় না অভিনয়ে। ব্যস্ত আছেন সংসার জীবন নিয়ে। তবে বিশেষ দিনের কাজে প্রায়ই লাইট, ক্যামেরার মুখোমুখি হন এই অভিনেত্রী। এসব ব্যস্ততার মাঝেই নতুন পথের যাত্রী হলেন রিচি। শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি পারলার উদ্বোধন করেছেন রিচি। মূলত এর প্ল্যানটাও তার নিজের। উদ্যোক্তা পরিচয় প্রতিষ্ঠিত করতে সেখানেই বেশি সময় দিতে চান রিচি। জানালেন, সময় যদি না দেন, তাহলে উদ্যোক্তা হতে পারবেন না। এমন একটি প্রতিষ্ঠান চালু করতে পেরে ভালো লাগছে বলেও জানালেন ‘খোয়াবনামা’ খ্যাত এই অভিনেত্রী।
রিচি বললেন, ‘ভালো তো লাগছেই। এই ভালো লাগা কথা বা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ, আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি। যখন আমি অভিনয় করেছি, আন্তরিক ও নিবেদিত থেকেই করেছি। যখন আমি মা হয়েছি, তখন বাচ্চাদের লালন-পালন ছাড়া বাকি সবকিছুই বন্ধ করে দিয়েছি। কারণ, তখন আমি খুব ভালো একজন মা হতে চেয়েছি। এখন যেহেতু অভিনয় কম করছি, ভাবলাম নতুন কিছু করি, যেটাতে আমি ব্যস্ত থাকব। একই সঙ্গে যা কিছুটা আমার কাজের সঙ্গে সম্পর্কিতও। সে জায়গা থেকে মনে হলো, আমি যদি বিউটি স্যালুনজাতীয় কিছু একটা করি, সেখানে আমি উদ্যোক্তা তো হবই, সামাজিকভাবে সমাজে কিছুটা হলেও অবদান রাখতে পারব।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরও বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে।’
কথায় কথায় রিচি জানালেন, অভিনয়টা যেহেতু এখন একেবারে কমিয়ে দিয়েছেন, তাই সময়টা এখানেই বেশি দিতে চান। যুক্তি হিসেবে বললেন, ‘আমার নাম যেহেতু চলে আসছে, সময় না দিলে চলবে কী করে। এখন আমি যদি অভিনয়ে সময় না দিই, তাহলে তো ভালো অভিনয় করতে পারব না। আমি যদি বাচ্চাদের সময় না দিই, ভালো মা হতে পারব না। ঠিক সেভাবে, আমি যদি এই স্যালুনে সময় না দিই, তাহলে ভালো উদ্যোক্তা হতে পারব না।’
প্রসঙ্গত, ১৯৮৯ সালে বিটিভিতে প্রচারিত ‘ইতি আমার বোন’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন রিচি সোলায়মান। ১৯৯৮ সালে ‘বেলা ও বেলা’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। তারপর অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেকুর রহমান মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচি। তার বর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত।

Side banner