Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

জাবি ক্যাম্পাসে আমিও জিততে চাই শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | জাবি প্রতিনিধি  অক্টোবর ২৯, ২০২৪, ০৮:৫৮ পিএম জাবি ক্যাম্পাসে আমিও জিততে চাই শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) যৌথ উদ্যোগে তিনটি সেগমেন্টে 'ক্যাম্পাসে আমিও জিততে চাই' শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 
জানা যায়, ইউএসএআইডি'র অর্থায়নে 'আমিও জিততে চাই' ক্যাম্পেইনটি বাংলাদেশের সক্রিয় নাগরিকদের প্রত্যাশা এক প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ক্যাম্পেইনের প্রথম সেগমেন্টের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল 'এই সংসদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি সমর্থন করে'। বিতর্কে প্রতিপাদ্যের পক্ষে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফারিম আহসান, নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাবিল ও সাদমান অলীভ। 
অন্যদিকে প্রতিপাদ্যের বিপক্ষে বিতর্কে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রাতুল হাসান, অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ানিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকি।
দ্বিতীয় সেগমেন্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে 'বিশ্ববিদ্যালয়ে পাঠ দান পদ্ধতি ও গবেষণার উন্নয়ন: তারুণ্যের প্রত্যাশা' শীর্ষক একটি 'সংলাপ' অনুষ্ঠিত হয়। সংলাপে আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার, জেইউডিও'র সাবেক সভাপতি মুশফিক উস সালেহীন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান অংশ নেন।
এছাড়া ক্যাম্পেইনের অন্য সেগমেন্টে একটি ইন্টারেক্টিভ থিয়েটার, ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Side banner