নেপালের কাঠমান্ডুতে আয়োজিত গ্ল্যামার প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী সিজন-৪: অপরূপা’-এ চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের উদীয়মান মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী। সম্প্রতি কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন।
আন্তর্জাতিক এই আসরে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন ভারতের দেবারতি, বাংলাদেশের ঐশ্বর্য রায় কৃপা। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের আদ্দিতা দত্ত।
মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করেন প্রিয়াঙ্কা। বিজ্ঞাপনচিত্রে কাজ করে ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকদের মনে। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভা আরো পরিপক্কভাবে তুলে ধরেন। অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।
বিজয়ী হওয়ার অনুভূতি ব্যক্ত করে প্রিয়াঙ্কা বলেন, ভীষণ ভালো লাগছে! এত বড় একটি আন্তর্জাতিক আয়োজনে, অসংখ্য প্রতিযোগীর মাঝে আমি ‘বর্ষা সুন্দরী’ নির্বাচিত হয়েছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
শৈশব থেকেই প্রিয়াঙ্কার স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার। সে লক্ষ্যেই ধাপে ধাপে এগিয়ে চলেছেন। সাহসী চরিত্রে কাজ করতে কোনো দ্বিধা নেই তার। নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্ম— সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চান। বিশেষ টান রয়েছে ‘আর্ট ফিল্মের’ প্রতি। ভবিষ্যতে একজন দক্ষ চরিত্রাভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রিয়াঙ্কা।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বেশ কজন তারকা ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিত্ব। এ তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী মন্দাকিনী, ঢালিউড কুইন অপু বিশ্বাস, কলকাতার অভিনেতা নীল ভট্টাচার্য, আন্তর্জাতিক সুপার মডেল ও কোরিওগ্রাফার মাধবীলতা, বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার ও মডেল সৈয়দ রুমা, ব্র্যান্ড প্রমোটার বুশরা কবীর, মডেল-অভিনেতা আসিফ আহমেদ খান।
আপনার মতামত লিখুন :