Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মা হচ্ছেন আমিশা পাটেল!


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক এপ্রিল ২১, ২০২৫, ০৬:৩৫ পিএম মা হচ্ছেন আমিশা পাটেল!

বলিউড অভিনেত্রী আমিশা পাটেল একাধিক সফল ছবির নায়িকা হলেও তার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। সম্প্রতি তার একটি ছবি আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশের দাবী, আমিশা নাকি মা হতে চলেছেন।
বলিউডে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন আমিশা। এক সময় পরিচালক বিক্রম ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ৫০ ছুঁইছুঁই বয়সে এসেও সিঙ্গেল অভিনেত্রী। নিজের শর্তে নিজের জীবন কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি দুবাইয়ে যান একান্তে কিছুটা সময় কাটাতে। সেখানে নিজের বিলাসবহুল যাপনের টুকরো ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। সেখান থেকেই শুরু হয় বিপত্তি। একটি ছবিতে অভিনেত্রী পুলের ধারে সবুজ বিকিনি, টুপি ও রোদচশমা পরে শুয়ে আছেন। আর একটি ছবিতে তিনি আইসক্রিম খাচ্ছেন। কারণ, সেই ছবিতে দেখা যাচ্ছে, আমিশার হাতে একটি ম্যাঙ্গো আইসক্রিম, খোলা চুলে, মাথায় টুপি ও চোখে সানগ্লাসে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন।
তবে বিশেষভাবে চোখে পড়েছে তার পেট, যা দেখে কেউ কেউ ‘বেবি বাম্প’ বলে দাবি করেছেন। কেউ লিখেছেন, ‘অন্তঃসত্ত্বা লাগছে নাকি ভুল?’ আবার অন্য একজন লিখেছেন, ‘হে ভগবান, বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা?’- এ ধরনের নানা মন্তব্যে এখন আমিশাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি আমিশা।
শোনা যায়, নির্বাণ বিড়লা নামের ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী। এর আগে তাদের যুগলবন্দি এক ছবিতে দেখা যায়।

Side banner