বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন আজ ১৪ এপ্রিল। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। মৃত্যুর ১৪ বছর পরও তাদের মনে প্রিয় নায়ক হয়ে বেঁচে আছেন তিনি।
১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মান্না। তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলি’।
১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হন। পরে তাঁকে দেখা গেছে ‘আম্মাজান’, ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘কাবুলিওয়ালা’ প্রভৃতি ছবিতে।
অভিনেতা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন মান্না। তার স্ত্রী শেলী মান্না। এই দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্রসন্তান রয়েছে।
২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্না। জীবনযাত্রা শেষে জন্মভূমি টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় চিরনিদ্রায় শায়িত হন ক্ষণজন্মা নায়ক মান্না।
দাপুটে এ অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ ‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামের একটি গান কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন শিল্পী আসিফ আকবর। কথা লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ।
জন্মদিন উপলক্ষে কৃতাঞ্জলির অফিসে আয়োজিত অনুষ্ঠানে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্না চলে যাওয়ার দিনই আমরা মান্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ওটিটির যাত্রা শুরু করেছি। তার স্মরণে আসিফ আকবরের ‘’স্বপ্নের বাজিগর মান্না’’ শিরোনামের গানটি আজ মুক্তি পেল।’
আপনার মতামত লিখুন :