Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঈদে বক্স অফিসে ‘সিকান্দার’, আয় কত 


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক মার্চ ৩১, ২০২৫, ০৯:২৬ পিএম ঈদে বক্স অফিসে ‘সিকান্দার’, আয় কত 

প্রায় দুই বছরের বিরতির পর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার। এই ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে পারে, এমনটাই আশা করা হয়েছিল। ধারণা করা হয়েছিল যে যে প্রথম দিনে ৪০-৪৫ কোটি আয় করবে, তবে ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। 
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  প্রথম দিনে ভারতে সিকান্দার ২৬ কোটি টাকা আয় করেছে। ছবিটির নির্মাতারা রবিবার বিশ্বব্যাপী ৫৪ কোটি আয়ের দাবি করেছেন। তবে, বিশ্বব্যাপী আদৌ কত আয় করেছে, সে সম্পর্কে এখনও জানা যায়নি। 
শুরুটা খারাপ হলেও, সোমবার ঈদের ছুটির কারণে সিকান্দার সিনেমার ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে। অনলাইন পাইরেসির কারণেও এর আয়ের উপর প্রভাব পড়েছে। বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা রবিবার ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে, সিনেমাটির সাত-আটজনের সাথে কথা বলেছি এবং তারা নিশ্চিত করেছেন যে ছবিটি ফাঁস হয়ে গেছে।’
চাপ আরও বাড়িয়ে দিচ্ছে, যে সালমন খান এখনও ছবি দিয়ে ভারতে ৫০০ কোটি টাকার ব্লকবাস্টার ব্যবসা করতে পারেননি। যা তার সমসাময়িকরা অর্জন করে ফেলেছে। শাহরুখ খান ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে হাজার কোটির ব্যবসা করেছে। রণবীর কাপুর ‘অ্যানিমেল’, সানি দেওল ‘গদর ২’, ভিকি কৌশল ‘ছাভা’ এবং এমনকি ‘স্ত্রী ২’ দেশীয় আয়ের দিক থেকে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
সালমানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে, সিকান্দার তো প্রথম দিন একেবারেই বক্স অফিসে ঝড় তুলেন পারেনি, তবে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কিসি কা ভাই কিসি কি জান, যা প্রথম দিনে ১৩.৫ কোটি আয় করেছে এবং রাধে, যা ৪.৭৫ কোটি আয় করেছিল। তুলনামূলকভাবে, তার আগের ছবিগুলো ভালো ব্যবসা করেছে।

Side banner