Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক মার্চ ৩১, ২০২৫, ০৯:১৪ পিএম প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

ঈদ আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম এক নিয়ামত। যা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে শত ব্যস্ততার মাঝে রাজধানী থেকে নাড়ির টানে ছুটে যায় সকলেই। তবে  পরিবারের সঙ্গে এ আনন্দ ভাগ করে নিতে পারে না দেশের বাইরে যেসব প্রবাসী রয়েছে তারা। 
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পেজ থকে এক পোস্ট দিয়ে প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে। 
এই পোস্টে লেখা হয়, অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারদেরকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।
কমেন্ট বক্সে আবু জাফর মজুমদার নামে এক নেটিজেন লিখেছেন, সকল প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। 
আরেকজন লিখেছেন, তাকাবালাল্লাহু মিন্না ওয়ামিনকুম। দেশ বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

Side banner