Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ব্যর্থ প্রেমের সফল নায়ক বাপ্পারাজের জন্মদিন আজ


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক মার্চ ১২, ২০২৫, ১২:১৯ এএম ব্যর্থ প্রেমের সফল নায়ক বাপ্পারাজের জন্মদিন আজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের জন্মদিন আজ। ১৯৬৩ সালের এই দিনে নায়করাজ রাজ্জাক ও খায়রুন্নেছা লক্ষ্মীর ঘরে জন্ম তার। অভিনেতার পুরো নাম রেজাউল করিম বাপ্পারাজ।
বাবার হাত ধরে ১৯৮৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন বাপ্পারাজ। রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা জনপ্রিয় এই অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।
তার অভিনীত ত্রিভুজ প্রেমের ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এছাড়াও ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘জবাব চাই’ ইত্যাদি ছবিগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি।
ক্যারিয়ারজুড়ে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সেইসব ছবির অধিকাংশই হতো ত্রিভুজ প্রেমের। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সেসব সিনেমার শেষদৃশ্য বেদনার করে তুলতেন তিনি।
এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ‘ছ্যাকা খাওয়া নায়ক’ কখনো বা ‘ব্যর্থ প্রেমের নায়ক’, ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকেন।
সিনেমায় বিরহের চরিত্রে বাপ্পারাজ একটি ব্রান্ড। এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

Side banner