Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আছিয়া হাসপাতালে, বিচারের দাবিতে শিল্পীরা রাস্তায়


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক মার্চ ১১, ২০২৫, ০১:৪২ এএম আছিয়া হাসপাতালে, বিচারের দাবিতে শিল্পীরা রাস্তায়

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু (আছিয়া)। এই ঘটনায় বিস্মিত গোটা দেশ। ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। এবার অপরাধীদের শাস্তি চেয়ে সোমবার (১০ মার্চ) বিকেলে এফডিসিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।
শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সব ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন শিল্পীরা।
এ সময় সমিতিটির সভাপতি মিশা সওদাগর বলেন, কী হয়েছে, কী ঘটেছে, সে বিষয়ে আমরা সবাই অবগত এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার যে আমরা কী করতে চাই, কী বলতে চাই। ওই চাওয়া-পাওয়ার মাঝখান থেকে আজ আবেগের বহিঃপ্রকাশ।
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা চাই শিশু ধর্ষণসহ সব ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়।
শিশু ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, আমরা সরকার, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই—শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন।
শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ‘চাঁদের আলো’ খ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, নারীকে নারী হিসেবে না, মানুষ হিসেবে ভাবুন। সোহাগী জাহান তনু থেকে আছিয়া, আর কত? প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। যেগুলো প্রকাশ্যে আসে তা শুধু আমরা জানতে পারছি। কিন্তু এমন অনেক ঘটনা আমাদের অজানা। এর শেষ কোথায়? নারীরা কি রাস্তায় কোনো দিন নিরাপদে চলতে পারবে না? ধর্ষণের একটা খবর ভাইরাল হলে তখনই আন্দোলন শুরু হয়। এর মধ্যে গত কয়েক বছরে যেসব ধর্ষণ হয়েছে সেগুলোর বিচার চাপা পড়ে গেছে। এসবের থেকে চিরস্থায়ী সমাধানের জন্য একটি সিস্টেম চালু করতে হবে, যেটার মাধ্যমে স্থায়ীভাবে ধর্ষণের ঘটনা বন্ধ হবে। ধর্ষকদের এমন শাস্তি চাই যা দেখে অন্যদের এই কাজ করতে বারবার ভাবতে হয়।
মানববন্ধনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি ডি এ তায়েব, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কোষাধ্যক্ষ কমল পাটেকার, নির্বাহী সদস্য রোজিনা, রুমানা ইসলাম মুক্তি, সুব্রত, দিলারা ইয়াসমিন, রিয়ানা পারভীন পলি, সনি রহমান, জ্যেষ্ঠ অভিনেত্রী সুজাতা আজিম, রাশেদা চৌধুরী, কেয়া চৌধুরী, চিত্রনায়ক শিপন মিত্র, অনিক রহমান অভি, চিত্রনায়িকা আইরিন সুলতানা, তানিন সুবহা, মৌমিতা মৌ, অভিনেতা জাদু আজাদ, ইমরান হাসো’সহ চলচ্চিত্রের শিল্পীরা অংশ নেয়।

Side banner