Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

পুতুল নাচের ইতিকথায় মিষ্টি জান্নাত


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক মার্চ ৫, ২০২৫, ০৮:৫৯ পিএম পুতুল নাচের ইতিকথায় মিষ্টি জান্নাত

কুসুমের মন নেই, কুসুমের মন থাকে না। কুসুমের অঙ্গে অঙ্গে যে লাবণ্যময় রূপ প্রকৃতি এঁকে দেয়, সেই বাহ্যিক রূপই মানুষকে আকর্ষণ করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে শহরের কলেজে ডাক্তারি পাস করা শশীবাবু কিন্তু এই ভাবেই গ্রাম্য বধূ কুসুমের মনের তল পাওয়ার চেষ্টায় কোনও অদৃশ্য মায়াসুত্রে বাঁধা কাষ্ঠপুত্তলিকার মত নিয়ন্ত্রিত হতে থাকে কোনও সুচারু অঙ্গুলির নেপথ্য শৈলীতে।
শশীবাবুর মতো উদাসী, দিকভ্রান্ত পথিকের ঘর সযত্নে চর্চিত কুসুমে সাজানো থাকে না। পথপ্রান্তে ‘অনাদরে ধুলিদলিতা’ বন্য ‘কুসুম’টির বাত্যাতাড়িত দোলাচল তাকে দোলায়। সে শুধু মধুগন্ধমদমত্ত দ্বিরেফ-এর মত কুসুমের অন্তঃস্থলের প্রবেশাধিকার চায়। কিন্তু বারেবারে পুষ্পরেণুবিজড়িততনু সম্বল করেই ফিরতে হয়।
আযৌবনকাঙ্খিত মধুরিমার হদিশ সে পায় না। অপর দিকে, স্বামীর ঔদাসীন্য আর স্থূল জড়তা বোধ হয় নবপ্রস্ফুটিত ‘কুসুম’কে স্বাধীনতার বদলে উচ্ছৃঙ্খলতাই দেয়। এ কুসুমে কোনও মাল্যই গ্রথিত হল না। বন্য ‘কুসুম’ অনির্দেশ্য পথেই পথিক শশীর দৃষ্টিসীমার বাইরে চলে যায়।
কুসুম চরিত্রে আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত কে নিয়ে আজিজুল হক খোকা প্রথমবারের মতো ১৯৩৮ সালের উপন্যাস  নিয়ে পুতুল নাচের ইতিকথা সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন।
আন্তর্জাতিক মানদণ্ডে এই ছবির যাত্রা যে এভাবে শুরু হবে, এটা ছিল কল্পনাতীত। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবি পরিচালনা করেছেন খোকা। তিনি এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীদের অভিনন্দন জানান। 
২০২৫ সালের মে মাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

Side banner