Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বাবাকে নিয়ে তানজিন তিশার আবেগঘন পোস্ট 


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক মার্চ ৫, ২০২৫, ১১:৩১ এএম বাবাকে নিয়ে তানজিন তিশার আবেগঘন পোস্ট 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি ফ্যাশন শুট ও র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। 
নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। 
তিশা তার বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে এ অভিনেত্রী উল্লেখ করেছেন যে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু। 
পোস্ট দিয়ে তিশা লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি ,মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’
সেই পোস্টের কমেন্ট বক্সে মিতু নামে এক নেটিজেন লিখেছেন, বাবা যার নাই তার কতটা আক্ষেপ সে শুধু সেই বোঝে।। বাবা বলে ডাকতে না পারাটা কতটা কষ্টের। 
ফারহানার কথায়, আমার আব্বুও আমাকে বাবু বলে ডাকে। আল্লাহ্ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং সকল বাবা কে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক।

Side banner