সুখবর দিলেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে।
যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই বলেননি স্বাগতা কিংবা হাসান আজাদ।
গত জানুয়ারিতে তাদের বিয়ের এক বছর পূর্ণ হয়। তখন রাজধানীর একটি কনভেনশন হলে বসেছিল বিবাহবার্ষিকীর আয়োজন। সেখানেই জানা যায়, অন্তঃসত্ত্বা স্বাগতা। তবে এতদিন প্রকাশ্যে আসেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, গত বছরের ২৪ জানুয়ারি ভালোবেসে লন্ডন প্রবাসী হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। বিয়ের আগে তারা এক বছর লিভ টুগেদারে ছিলেন এবং সে কথা প্রকাশ্যেও জানিয়েছেন। এরপর মুসলমান হয়েও ইসলাম পরিপন্থি জীবন যাপন করায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী।
আপনার মতামত লিখুন :