Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

অবশেষে মুক্তি পাচ্ছে আটকে থাকা ‘দায়মুক্তি’


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক     ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৯:৫৮ এএম অবশেষে মুক্তি পাচ্ছে আটকে থাকা ‘দায়মুক্তি’

সরকারি অনুদান নেওয়ার প্রায় সাত বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’ সিনেমাটি। ছবির নায়ক সাইমন সাদিক জানেন না সে কথা। বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি। ফেব্রুয়ারির ৭ তারিখ ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন অভিনীত সিনেমাটি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিনেমাটি মুক্তির খবর জানানো হয়।
বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে বানানো হয়েছে দায়মুক্তি। ছবির পরিচালক বদিউল আলম খোকন। এতে সাইমন ছাড়াও অভিনয় করেছেন সুম্মি রহমান, আবুল হায়াত, দিলারা জামান, সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবীণ অভিনেতা আবুল হায়াত বলেন, পরিচালকের আগ্রহে এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। অনেক কথা বলার ইচ্ছে ছিল।
দিলারা জামান বলেন, দায়মুক্তি সত্যিই মুক্তি পাচ্ছে। এইটা খুব ভালো লাগছে। আনন্দ লাগছে। জীবনের শেষ মুহূর্তের কাজ হিসেবে খুব ভালো হয়েছে। খোকন ভাই খুব ভালোভাবে বানিয়েছেন। এটা সব সময়ের গল্প। আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন হলে গিয়ে ছবিটা দেখেন।
সংবাদ সম্মেলনে হাজির হতে না হতেই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান পরিচালক বদিউল আলম খোকন। 
লিখিত বক্তব্যে তিনি জানিয়েছেন, জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী সেই গল্পটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।
উল্লেখ্য, ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল ‘দায়মুক্তি’।

Side banner