Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন


দৈনিক পরিবার | মো. শাহীন আলম জানুয়ারি ২০, ২০২৫, ১০:০২ পিএম জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন

সুনামগঞ্জের জামালগঞ্জে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, সুস্থ দেহে সুন্দর মন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান এর সভাপতিত্বে তিন দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোঃ আব্দুর রব।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক ও শাহ মো. শাহ জাহান, সাবেক সহ সভাপতি মো. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী ও সাবেক ছাত্র নেতা আজিজুর রহমান সহ জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

Side banner