Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল কলেজে সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত জানুয়ারি ২০, ২০২৫, ০৮:৩৩ পিএম বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল কলেজে সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সোমবার (২০ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার। 
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর অতিথিদের অভ্যর্থনা জানানো হয় এবং বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে শারিরিক এবং মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। 
বিশেষ অতিথি মো. নজরুল ইসলাম, শিক্ষার্থীদের নৈতিকতা এবং শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণ ছিল। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিভার বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হয়।
উল্লেখ্য, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শিক্ষার্থীদের শারিরিক সুস্থতা ও সাংস্কৃতিক উন্নয়নে একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। 

Side banner