Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

গাইবান্ধায় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা


দৈনিক পরিবার | শাহিন নুরী গাইবান্ধা জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৩০ পিএম গাইবান্ধায় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ২০ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি, গাইবান্ধা সদর উপজেলা শাখার ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মাহমুদুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মো. নাছের টিপু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আবু নাসের মো. ফরহাদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সহ-সভাপতি বেলসুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। এছাড়াও এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি, গাইবান্ধা সদর উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক এবং চাপাদহ বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল খালেকের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Side banner