Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

রাবিস্থ মাদারীপুর জেলা সমিতির নবীনবরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি জানুয়ারি ১২, ২০২৫, ০২:০৮ পিএম রাবিস্থ মাদারীপুর জেলা সমিতির নবীনবরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদারীপুর জেলা সমিতির নবীনবরণ ও বার্ষিক বনভোজন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ আয়োজন করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মতিহার উদ্যানে এ নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রভাষক মো. বশির উল্লাহ আশরাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক (অবঃ) সৈয়দা নূর কাসেদা, এনএসআই কর্মকর্তা রাসেদ খান, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক শিক্ষার্থী কামরুল হাসান, আরাফাত রোহান, মাদারীপুর জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ নূর উদ্দিন আবির সহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, "একটা সমিতি চালাতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন। সবার উপস্থিতি না থাকলে সংগঠন চলতে পারে না। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন অব্যাহত রাখতে চাই। বর্তমানে আমাদের জেলা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির হার অনেক বেশি। যেইটা বিগত সময়গুলোতে আমি খুঁজে পাইনি। যেইটা আমাদের জেলার জন্য খুবই ইতিবাচক একটা দিক।"

Side banner