সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রামপাশা ইউনিয়নের পাঠাকইন মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনে পিঠা উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫টি স্টলে পিঠা উৎসব, বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা শিক্ষর্থীদের জন্য লিখিত 'কিডস রিডিং এইডস'ইংরেজি বইয়ের মোড়ক উন্মোচন, সৃজনশীল শিক্ষা উপকরণ প্রদর্শনী, সততা স্টোর পরিদর্শন।
উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উৎসবের শুভ উদ্ভোদন করেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
তিনি বলেন, চার মাস আগেই আমি আপনাদের উপজেলায় এসেছি, এই যে কালারফুল ড্রেসাপে গলায় আইডিকার্ড ঝুলিয়ে শিক্ষার্থীরা কিচিরমিচির করছে,অভিভাবকদের বিপুল আগ্রহ, উৎসাহ উদ্দীপনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর করে সাজানো, শিক্ষার প্রসারে আনন্দ দিয়ে বাচ্ছাদের শিক্ষা দিতে শিক্ষা উপকরণ বানিয়েছেন, বাইরে এত সুন্দর করে সাজিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত সুন্দর আয়োজন দেখে মনে হচ্ছে একটা বাগানে চলে এসেছি। এই স্কুলটা যদি শহরের কাছাকাছি হত তাহলে আমার মনে বাছাইকরে বাচ্ছাদের ভর্তি করা হতো।
তিনি আরও বলেন, সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে, যাতে বাচ্ছাদের লেখাপড়া করতে কষ্ট না হয় সেজন্য কিছু দূর পর পর প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছে। আপনারা যেভাবে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখছেন সেভাবে যদি সকল স্কুলে কার্যক্রম পরিচালনা করা হয় তাহলেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি যে মানুষের অনাগ্রহ তৈরি সেটা থেকে তারা ফিরে আসবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুহেল রানা।
তিনি বলেন, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আমার চাকরি জীবনের ১৪ বছরে প্রাথমিক বিদ্যালয়ে এতবড় ও সুন্দর পিঠা উৎসব আয়োজন আমি প্রথম দেখছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এরকম উৎসব যেন বিশ্বনাথের প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশা করছি এবং সংশ্লিষ্ট সকলে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, বিদ্যালয়ের (পিটিএ) সভাপতি আলী হোসেন, স্থানীয় ইউপি সদস্য আয়াজ আলী।
আরোও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য তাজুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আলতাব হোসেন, সখা মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুক্তার আলী, সহকারী শিক্ষক মাস্টার সামিম আহমদ, অভিজিৎ চক্রবর্তী, ফাতেহা, বেগম, পারভীন বেগম, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক রেখা রানি দাস, পম্পা ম্যাডাম, জয়ন্তী ম্যাডাম, মিতালি ম্যাডাম, নাদিম জাহেদ, নাজিয়া মানছুরা, জয়নব বেগম, মুজিবুর রহমান, মনোয়ারা বেগম প্রমুখ।
বিভিন্ন ধরনের মজাদার দেশি বিদেশি পিঠার বিপুল সমাহার দেখে আগত সবাই নিজেরা পিঠা খেয়ে অনেকেই আবার বাড়ির জন্যেও নিয়ে যান, এমন উৎসব যেন প্রতি বছর হয় এমনটাই প্রত্যাশা সকলের।
উৎসব শেষে পিঠা স্টলের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :